প্রস্তাবিত ব্যাটারিচালিত থ্রি হুইলারের খসড়া নীতিমালা করে, লাইসেন্স প্রদান করা সহ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিক্সা রাখার স্ট্যান্ড নির্ধারন কর, অযথা শ্রমিক হয়রানি-নির্যাতন বন্ধ কর। নীতিমালাভূক্ত ব্যাটারিচিলিত যানকে অবৈধ যান বলে মামলা দেওয়া বন্ধ করে জরিমানা কমানো সহ দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার দাবী ও চাল,ডাল,তেল সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিয়ে গ্রামে ও শহরে রেশনিং ব্যবস্থা করার ৪ দফা দাবীতে প্রচন্ড চৈত্রের রৌদ্র ও ক্ষরতাপ উপেক্ষা করে কয়েকশত রিক্সা ও ইজিবাইক শ্রমিক সদস্যরা বিক্ষোভ মিছিল,ঘন্টাকাল ব্যাপি সড়ক অবরোধ এবং সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েকশত শ্রমিক জড়ো হয়ে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ,বরিশাল জেলা কমিটির আহবানে সদররোড সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। বরিশাল সংগ্রাম পরিষদের সভাপতি মানিক হাওলাদারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আহবায়ক খালেকুজ্জামান লিটন। এসময় সড়ক অবরোধ কর্মসূচিতে বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী বলেন, আমরা শ্রমিকরা রাস্তায় আছি গুলি করেন নতুবা আমাদের বিরুদ্ধে অণ্যায় আচরন বন্ধ করেন। যদি আজকের পর থেকে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে কোন ইজিবাইক শ্রমিকের উপর অণ্যায়-অবিচার করা হয় তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। আপনারা যান-জোটের কথা বলেন তাহলে নগর কর্তৃপক্ষের সাথে কথা বলে বাইপাস সড়কের ব্যাবস্থা করেন। মনিষা আরো বলেন,এই ইজিবাইক আছে বলেই সাধারন মানুষ নিবিঘেœ অর্থ সাশ্রয় করে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে একবার অসহায় মানুষের কাতারে এসে খোজ নেন। তিনি আরো বলেন যেখানে গাড়ির রাখার নিদিষ্ট কোন নিয়ম স্ট্যান্ড নেই সেখানে নিয়ম ভাঙ্গার আইন দেখিয়ে যখন-তখন মামলা দেওয়া বন্ধ করার আহবান জানান। এসময় বলেন প্রশাসনের উর্দেশ্যে বলেন আমাদের বাচতে দেন এই ক্ষুদাত্ব শ্রমিকদের রাজপথে নিয়ে আসার চেষ্টা করবেন না। এখানে আরো বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন, দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, আঃ কালাম লিটন, বিজন সিকদার, আঃ মালেক হাওলাদার ও নিলিমা জাহান। পড়ে সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিয়ে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে পুনরায় সদররোড এসে শেষ করে।