চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কটি চর করার দাবিতে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মটর স্টেশনে লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল কবির সেলিম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি আবদুল আউয়াল জনি, যুবলীগ নেতা আ,ন, ম আবদুল্লাহ বাবলু। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজার যাওয়ার একমাত্র মহাসড়কটি অতি দ্রুত চার লেন করার জোর দাবি জানান। এদিকে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার জন্য বর্তমানে ফিজিবিলিটি স্ট্যাডি চলছে। এরমধ্যে ৪ লেনে চলবে দ্রুত গতির গাড়ি ও ২ লেনে চলবে ধীর গতির গাড়ি। এছাড়া লবনবাহী গাড়ি থেকে নিঃসৃত পানির কারণে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি দূর্ঘটনাও ঘটছে। উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ বাক, অদিক যানবাহনের চাপের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি এখন মৃত্যুপথে পরিণত হয়েছে।