লালমনিরহাটের পাটগ্রামে শ্রীরামপুর ইউনিয়নে যুবদলের বর্ধিত সভায় যাওয়ার পথে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের কতিপয় যুবলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। এ সময় তাদের হামলায় যুবদল ও ছাত্রদলের চারজন নেতা কর্মী আহত হয়েছে। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আউলিয়ার হাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টায় পাটগ্রাম পূর্ব বাজারে অবস্থিত বিএনপি’র দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের আহবায়ক রাবিউল ইসলাম বলেন, বুধবার দুপুরে ওই ইউনিয়নের মিঠাইবাড়ি মাঠে যুবদলের বর্ধিত সভায় নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে যাওয়ার পথে আউলিয়ারহাট বাজারে ইউনিয়ন যুবলীগের ১০-১৫ জন নেতা-কর্মী হামলা চালায়। এ সময় পাটগ্রাম উপজেলা যুবদলের প্রচার সম্পাদক হাসানুজ্জামান দিমন যুবদলকর্মী শাহরিয়ার সিজু, তোবারক হোসেন জুয়েল ও পৌর ছাত্রদলের কর্মী ফাইজুল ইসলাম আহত হয়। হামলায় যুবদলের নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় ও তিনটি ছিনতাই করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ি মাঠে যুবদলের একটি বর্ধিত সভা আহবান করা হয়। শান্তিপূর্ণ সভায় যাওয়ার পথে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা। শ্রীরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেলের নেতৃত্বে ১০-১৫ জন নেতা কর্মী অতর্কিত হামলা করে যুবদলের নেতা কর্মীদের মারধর করে। এ সময় তারা দলের নেতা কর্মীদের তিনটি মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায় অপর তিনটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তিনি বলেন একটি স্বাধীন দেশে সভা সমাবেশ করার সবারই অধিকার আছে। এটা তাদের সাংবিধানিক অধিকার। কেউ এটা হরণ করতে পারেনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল করিম প্রধান জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রহিম বিএনপি নেতা ওয়ালিউর রহমান সোহেল আব্দুল কাদের অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবুু জাহাঙ্গীর কবীর শামীম জাহাঙ্গীর মোস্তাজীর চপল ছাত্রদল সভাপতি সুমন প্রমুখ। এ ব্যাপারে শ্রীরামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাব্বি বলেন আমরা কেন গাড়ি (মোটরসাইকেল) পুড়ে দিব। ওরা মিথ্যা বলছে। আমাদেরকে হয়রানি করতে তাঁরা নিজেরাই নিজেদের গাড়ি পুড়িয়ে দিয়েছে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান ঘটনাস্থল থেকে আগুনে পোড়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।