শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইলের লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার চাচই-ধানাইড় (সিডি) মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আহসান হাবীব।লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ আমিনুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়া।প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহমেদ।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু,লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, যশোর বোর্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুামান।উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম ছায়েদুর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হামিদ ভূইয়া, নড়াইল জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি দ্রুব কুমার মন্ডল, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম, রেজাউল ইসলাম, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নড়াইল জেলা শিক্ষক সমিতির সভাপতি ও চাচই-ধানাইড় (সিডি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালনগর মডার্ণ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান ও লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: ওয়াহিদুর রহমান। শিক্ষকরা তাদের বক্তৃতায় আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা,পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জোর দাবি জানান। এছাড়া অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তারা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহমেদ তাদের বক্তৃতায় বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাসহ অন্যান্য ন্যায্যদাবিগুলো মেনে না নেয়া হয় তাহলে আমরা শিক্ষক সমাজ ঈদুল ফিতরের পর বৃহত্তর আন্দোলনে যাব এবং দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। সম্মেলন শেষে বেলা ৩টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার পর ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে উপজেলার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মো: আমির হোসেন সভাপতি ও মাকড়াইল কে.কে.এস. ইনষ্টিটিউট সহকারি শিক্ষক মো: ইকরাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ৩৯৮ জন শিক্ষক ভোটের মধ্যে ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com