শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

গলাচিপায় প্রশাসনের সাথে কোডেকের এ্যাডভোকেসি কর্মশালা

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী):
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট কোডেক এর তৃনমূল পর্যায়ে, হত-দরিদ্র ও কমিউনিটি নাগরিকদের উন্নয়ন বিষয়ে, প্রশাসন ও উপজেলা বির্নাহী অফিসার কে অবহিত করার লক্ষে বিভিন্ন সরকারি কর্মকর্তা-সুবিধা ভোগী পরিবারের সদস্য সদস্যা ও গণ-মাধ্যম কর্মীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. মেজবাহউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আজাহারুল ইসলা, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন। কর্মশালার সভাপতিত্ব করেন কোডেক সংস্থার এলাকা ব্যবস্থাপক দীপক কুমার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. সোলায়মান, টেকনিকাল কর্মকর্তা মো.শরীফ প্রমূখ। কর্মশালায় হত দরিদ্র জনগোষ্ঠিকে, জীবিকায়ন পুষ্টি গুন সহায়তা কমিউনিটি গ্রুপকে সংগঠিত করা, প্রতিবন্ধীদের সুবিধা সহ নারীর ক্ষমতায়ন ও দূর্যোগ বিষয়ে প্রকল্প নিয়ে আলোচনা হয়। সাসটেইনেবল এন্টার প্রাইজ প্রজেক্টর (এস, ই, পি) পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ও প্রযুক্তির সম্প্রশারণ বিষয়ে ও দ্বিতীয় কর্মশালা সহ অন্তর্ভূক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত সমূহ ও কর্মবাস্তবায়ণ নিয়ে আলোচনা হয়। সার্বিক ভাবে এই প্রকল্পের আর্থিক সহযোগিতা করেন আর্ন্তজাতিক সংস্থায় পি,কে, এস, এফ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com