শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

আশুলিয়ায় মেম্বারের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

শহিদুল্লাহ মুন্সী আশুলিয়া (ঢাকা) :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২

ঢাকার আশুলিয়ায় রাতের আধারে একটি আঞ্চলিক সড়কের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রশিদের বিরুদ্ধে। এসময় কাটা গাছের অংশবিশেষ জব্দ করেছে গ্রামপুলিশ। সোমবার দুপুরে রাতের আধারে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ। এর আগে গত রাতে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের আশুলিয়ার নৈহাটি এলাকায় গাছ কেটে নেওয়ার সময় কাটা গাছ গুলো জব্দ করা হয়। শিমুলিয়া ইউনিয়ন পরিষদের দফাদার হযরত আলী, বলেন, রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সড়কের পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আব্দুর রশিদের উপস্থিততে গাছ কাটার দৃশ্য দেখতে পাই। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজকে বিষয়টি জানানো হলে ওয়ার্ডের বর্তমান মেম্বারকে পাঠায় চেয়ারম্যান। এসময় চেয়ারম্যানের নির্দেশে কাটা গাছ গুলো জব্দ করা হয়। তবে এরই মধ্যে সটকে পড়েন সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ। শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের বর্তমান সদস্য আব্বাস আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাছ গুলো জব্দ করেছি। শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ জানান, রাতের আধারে ওই এলাকার সাবেক মেম্বার রশিদ ও পোষ্ট মাষ্টার আব্দুর রহমান সড়কের সরকারি গাছ কেটে বিক্রি করছিলেন। খবর পেয়ে গাছগুলো জব্দ করে গ্রামপুলিশের জিম্মায় রাখা হয়েছে। একই সাথে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এব্যাপারে আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ গুলো পোস্টমাস্টার আব্দুর রহমানের কাছ থেকে তিনি কিনেছেন। তবে যোগাযোগ করা হলে পোস্টমাস্টার আব্দুর রহমানকে পাওয়া যায়নি। রাতের আধারে শুধু সরকারি গাছ কেটে বিক্রি করা নয়, এই পোষ্ট মাষ্টার নৈহাটি বাজারের আরএস রেকর্ডীয় রাস্তা বন্ধ করে দোকান ঘর নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া সদ্য রোপণ করা গাছ তুলে পাশের জলাশয়ে ফেলে দিয়েছে তার ভাতিজা সোলাইমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com