বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

সরিষাবাড়ীতে জোড়া খুন মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে সৌদী আরব প্রবাসী আব্দুল আজিজ(৪০) কণ্যা জান্নাত(৫) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাসীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার ভাটারা-মাদারগঞ্জ প্রধান সড়কের কৃষ্ণপুর ব্রীজ এলাকায় ঘন্টাব্যাপী এসব কর্মসুচী পালন করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সৌদী আরব প্রবাসী আব্দুল আজিজ এর মা খোদেজা বেওয়া, স্ত্রী রোকেয়া বেগম, ছোট ভাই আজিজুল হক, ভাতিজা ফজলুল হক, এলাবাসীর পক্ষে আব্দুল করিম,আনিছুর রহমান প্রমুখ। মানববন্ধন চলাকালনি বক্তরা বলেন, হত্যা মামলা দায়ের করা হলেও মামলার প্রধান আসামী আজাহার আলী ও মোহাম্মদ আলী জিন্নাহ সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পারেনি সরিষাবাড়ী থানা পুলিশ। মামলার আসামি ও তাদের সহোযোগিরা মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন,মিথ্যা মামলায় ফাসানোসহ ও জীবন নাশের হুমকি অব্যাহত রাখায় নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে মামলার বাদীর পরিবার ও স্বজনরা। হত্যাকান্ডের আগেই হত্যাকান্ডে জড়িতদের ব্যাপারে ব্যাবস্থা নিতে পুলিশকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি। এখন আসামীদের গ্রেফতারের ব্যবস্থা নেয়া হচ্ছেনা।আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। উল্লেখ্য যে, জমিজমা ও পারিবারিক আর্থিক লেনদেন নিয়ে বিরোধ হত্যার শিকার সৌদী প্রবাসী আজিজ এর স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর বয়সিং গ্রামের মৃত জালেক মন্ডলের ছেলে আজাহার আলী কে প্রধান আসামী করে ২৮ জনের নাম উল্লেখ ও ২০/৩০ জন অজ্ঞাত করে গত ৩রা এপ্রিল সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। আরোও উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর বয়সিং গ্রামের মৃত জালেক মন্ডলের পুত্র সৌদি প্রবাসী আব্দুল আজিজ এর বড় ভাই আজাহার আলীর সাথে জমিজমা ও পারিবারিক আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে আজিজের পরিবারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ মারমুখী হয়। এ ঘটনার পর থেকে নিখোঁজ হন সৌদি প্রবাসী আব্দুল আজিজ ও তার ৫ বছর বয়সের একমাত্র কন্যা জান্নাত। পরে গত ৩১ শে মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার ভাটারা কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণ পাশে ঝিনাই নদীতে সৌদি প্রবাসী আব্দুল আজিজ(৪০) ও নিহতের একমাত্র কন্যা জান্নাত(৫) ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা।পরে খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ জোড়া লাশ উদ্ধার ও সুরতহাল করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com