শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

চাটখিল সোনাইমুড়ীতে জাহাঙ্গীর আলমের খাদ্য ও ইফতার সামগ্রী পেল ১০হাজার পরিবার

এম এ মতিন সোনাইমুড়ী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় দশ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম রহমত উল্যা ও আজিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি সকালে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে বিকেলে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন পরিষদ মাঠে শেষ করেন। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং সোনাইমুড়ী উপজেলার ১০ টি ইউনিয়নে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী,সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেমল প্রমূখ। খাদ্য সামগ্রী বিতরণকালে জাহাঙ্গীর আলম বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা পরবর্তী এ রমজান মাসে গরীর অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে গরীব অসহায় মানুষের পাশে দাাঁড়ানোর আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com