গোপালগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৫ জন। ফলে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। আর ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শনিবার ( ৩০মে ) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৮ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন, কাশিয়ানী উপজেলায় ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ১ জন রয়েছেন। বেশীরভাগ আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার থেকে গোপালগঞ্জে এসেছেন।
আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ৩২ জন, কাশিয়ানী উপজেলায় ৪৮ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৯ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৩৬ জন রয়েছেন।
এমআর/প্রিন্স