“সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেই, মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক জনগনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করি” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বাহাদুর বাজার ওয়ার্কার্স পার্টির কার্যালয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী (১৯৭২-২০২২) প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান। আলোচনা করেন সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, জেলা কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম আমু, জেলা কমিটির সদস্য মোসাদ্দেকুল ইসলাম মুকুল, সাবেক ছাত্র নেতা পুলিন চন্দ্র দেব। জাতীয় শ্রমীক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল আগারওয়াল, জেলা কমিটির সদস্য মোঃ হাফিজুল রহমান। বক্তারা বলেন, এই ৫০বছরে পার্টি যেমন এগিয়েছে, তেমনি পিছিয়েছে। পার্টির ৫০বছর পূর্তিতে পার্টি দৃঢ়ভাবে ঘোষনা করছে এসকল প্রবণতার বিরুদ্ধে লড়াই করে পার্টি বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠায় নিজেকে গড়ে তুলেছে এবং আরোও দৃঢ়ভাবে গড়ে তুলবে। এই মুহূর্তে কাজ হিসেবে ২১ দফা কর্মসূচীতে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশের যে কর্মসূচী ঘোষনা করেছে তাকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আগামী ৫০বছর বাংলাদেশকে এগিয়ে নেবে উন্নত সমৃদ্ধশালী, অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতাভিত্তিক বাংলাদেশ হিসেবে। উল্লেখ্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি ৫০ বছর পূর্তি উৎসব এক বছর ধরে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।