চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও ভূমিহীনদের খাসজমি বরাদ্দের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বুধবার সকাল ১০টায় জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে বরিশাল জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি দেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ বহুমুখি শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি বাচ্ছু ভূইয়া ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলিফ দেওয়ান। জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বহুমুখি শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি আরিফুর রহমান মিরাজ, জেলা গণসংহতির সদস্য হাছিব আহমেদ ও ইয়াসমিন সুলতানা প্রমুখ। সভার সঞ্চালনা করেছেন জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন। বক্তারা বলেন, দেশে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বরিশালসহ দেশের শ্রমজীবীরা ঘরভাড়া পরিশোধ শেষে নিত্যপণ্যের টাকা জোগার করতে হিমশিম খাচ্ছেন। এ দূরাব দূর করতে অবিলম্বে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভূমিহীনদের খাস জমি বরাদ্দ দিতে হবে। এ দাবি বাস্তবায়নে সব ধরণের ব্যব¯’া গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানা”িছ। যদি নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধ ও ভূমিহীনদের খাস জমি দিতে বিলম্ব হয় তবে শ্রমজীবীরা কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে ছাড়বে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন ভূমিহীনরা।