বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

শরীয়তপুরে উগ্রবাদ বিরোধী মতবিনিময় সভা

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২

শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর আয়োজনে শরীয়তপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতার হোসেন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), মহাপরিচালক, জঅই, ফোর্সেস, বাংলাদেশ পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম, জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), ঢাকা, জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), ডিআইজি ঢাকা রেঞ্জ, জনাব এস.এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত কমিশনার, সিটিটিসি, ডিএমপি ঢাকা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর। এছাড়াও শরীয়তপুর জেলাসহ বৃহত্তর ফরিদপুর এর মোট ৫ জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসকগণ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, গণমাধ্যম কর্মী,সুশীল সমাজের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বৃহত্তর ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com