শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

নেত্রকোণায় বিশ্ব মেডিটেশন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মোনায়েম খান নেত্রকোণা :
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২

’ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে নেত্রকোণা জেলা কোয়ান্টামের উদ্যোগে শনিবার সকালে বিশ^ মেডিটেশন দিবস উদযাপন উপলক্ষে জলা শহরের মোক্তারপাড়া হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে কেন্দ্রীয় কোয়ান্টাম এর মহাপরিচালক নাহার বোকারীর অডিওতে প্রধান অথিতি বক্তব্যে বলেন মেডিটেশন মনকে শান্ত করে। চিত্তকে করে সুস্থির। হৃদয়কে করে সমমর্মী। মেডিটেশন একজন মানুষকে উদ্ধুদ্ধ করে আরো একটু ভালো হতে অনুপ্রণিত করে।আরো একটু নৈতিক ও সহনশীল হয়ে উঠতে এমন মানুষ চার পাশের সবার জন্য এবং সমাজের জন্য নিরাপদ ও কাঙ্কিত।এ ধরনের মানুষের সংখ্যা যত বাড়বে তত আমাদের দেশটা পরিণত হবে ভালো মানুষের দেশ। শান্তি সুখে নৈতিকতায় সচ্ছলতা ও প্রাচুর্যে হয়ে উঠবে সুখী মানুষের দেশ স্বর্গভূমি বাংলাদেশ। তাই আসুন নিয়মিত মেডিটেশন চর্চায় অভ্যস্ত হই। অভ্যস্ত হই শুদ্ধাচার চর্চায়। সম্মিলিত বিশ^াসে দেশপ্রেমে কর্মে উদ্যমে ও সঙ্ঘবব্ধ ভাবনায় আমাদের দেশকে এমনভাবে গড়ে তুলি যেন আমাদের সাথে কন্ঠ মিলিয়ে পৃথিবীজুড়ে সবাই বলে ভালো মানুষ ভালো দেশ স্বর্গ ভূমি বাংলাদেশ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা কোয়ান্টাম ফাউন্ডেশনের আহ্বায়ক ও ক্রিয়েশান স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব উল্লাহ, এতে বক্তব্য রাখেন অধ্যাপক সাইফুল ইসলাম, চিত্র শিল্পী হারুনুর রশিদ,এস এম মাহমুদ হাসানসহ কোয়ান্টামের ধ্যানী একাতœ ব্যক্তি বর্গ। শেষে কোয়ান্টাম ফাউন্ডেশনের সেন্টার শাখা প্রি-সেলের সামগ্রী বিক্রয় করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com