ময়মনসিংহের ত্রিশালে ৯নং বালিপাড়া ইউনিয়ন এর সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুলে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও টিএমসি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মাহাবুবুর রহমান লিটনের নির্দেশে সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক ভাবে পরীক্ষা-নিরীক্ষার পর ২০০ জন স্কুল শিক্ষার্থীকে ফ্রি চিকিৎসা সেবা প্রধান করা হয়। (২৩শে) মে সোমবার সকালে সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুলে টিএমসি ডায়াগনস্টিক হাসপাতালের উদ্যোগে ভিবিন্ন রোগ নির্ণয় করেন ডা. মাহাজের মহিউদ্দিন, ডা. আতিক মাহমুদ, চোখ দাঁত ও মেডিসিনের উপর বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেভা এবং ঔষধ প্রধান করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও টিএমসি হাসপাতালের প্রধান পৃষ্ঠপোষক ডা. মাহাবুবুর রহমান লিটন জানান, সাপ্তাহিক এই মেডিক্যাল ক?্যান্পেটির উদ্দেশ্যে হচ্ছে ত্রিশাল উপজেলার সর্বস্তরের জনগণের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা। তিনি আরও জানান আমাদের সাপ্তাহিক ফ্রি মেডিক্যাল ক?্যান্পেনটির একমাত্র লক্ষ্য হচ্ছে সকলের জন?্য চিকিৎসা সেবা সহজলভ্য করা।