নরসিংদীর রায়পুরায় শিশু ও নারী উন্নয়নে এক সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়ে (১ম সংশোধন) শীর্ষক প্রকল্পের আওতায় এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৩ মে) দিন ব্যাপী উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং জেলা তথ্য অফিস ও গনযোগাযোগ অধিপ্তরের আয়োজনে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন, জেলা তথ্য অফিসার মো: ওবায়দুল করিম মোল্লা,সহকারী জেলা তথ্য কর্মকর্তা মোঃ সাইফুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার,উপজেলা সেক্টর কমান্ডারর্স-৭১ এর সভাপতি মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলামসহ অনেকে। কর্মশালায় প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।