দেশের প্রযুক্তিবাজারে সাড়া ফেলেছে ওয়ালটনের ‘প্রিন্টন’ প্রিন্টার। অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ এই প্রিন্টারে রয়েছে দ্রুতগতির ওয়ারলেস প্রিন্টিংসহ বিভিন্ন সুবিধা। এদিকে প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফরম ই-প্লাজা থেকে ওয়ালটন প্রিন্টার কেনায় মিলছে ১৫ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়। এ সুবিধা থাকছে ৩১শে মে ২০২২ পর্যন্ত। ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, বর্তমানে দুই মডেলের ওয়ালটন লেজার প্রিন্টার বাজারে রয়েছে। প্রিন্টন পিএমএফ২২ (PMF22) মডেলটি মাল্টি ফাংশন সুবিধাযুক্ত। অর্থাৎ প্রিন্টের পাশাপাশি স্ক্যান এবং ফটোকপি করা যায়। এই মডেলের প্রিন্টারের মূল্য ১৬,৭৫০ টাকা হলেও ই-প্লাজায় ২,৫১৩ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। ফলে প্রিন্টারটি কেনা যাচ্ছে মাত্র ১৪,২৩৭ টাকায়। আর পিএস২২ (PS2) মডেলের সিঙ্গেল ফাংশনের প্রিন্টারটির দাম ১১,৭৫০ টাকা।
কিন্তু ই-প্লাজায় ১,৭৬৩ টাকা ডিসকাউন্টে এটি কেনা যাচ্ছে মাত্র ৯,৯৮৭ টাকায়। ওয়ালটনের এই প্রিন্টার দু’টিতে থাকছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। এ ছাড়া প্রিন্টারগুলোয় ব্যবহারের জন্য ওয়ালটনের রয়েছে সাশ্রয়ী মূল্যের টোনার। যা ১৫ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মাত্র ১,৬৮৭ টাকায়। এ ছাড়া টোনারের ৬৫ গ্রামের রিফিল কিট মিলছে ৫৫২ টাকায়। প্রেসবিজ্ঞপ্তি