প্রধান অতিথি ব্যারিষ্টার নওফেল বলেন, ভাল ছাত্র যতই তৈরী করেন না কেন দেশের চাহিদা অনুযায়ী শতকরা ২০ জন শিক্ষিত চাকুরী হবে। বাকী শতকরা ৮০ জনের কি হবে? তাদের কাজে লাগাতে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি আরো বলেন, কাজ জানা না থাকলে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রী দিয়ে কোন লাভ হবেনা। রবিবার দুপুর ১২ টায় চকরিয়া ডুলাহাজারা ডিগ্রী কলেজের ২৫ বছর পুর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল এ কথা বলেন। চকরিয়া ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় কলেজ মাঠে অনুষ্ঠিত ২৫ তম বর্ষ উৎযাপনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপী দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তি, ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, কৃষকলীগের কেন্দ্রীয় সাংঘটনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ওয়ালিদ মিল্টন, গিয়াস উদ্দিন চৌধুরী, অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।