শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

যশোরে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

রফিকুল ইসলাম যশোর :
  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২

যশোরের মাগুরা সড়কের বাহাদুরপুর গ্রাম থেকে তিনটি প্রাইভেটকার থেকে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ টাকা মূল্যের ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের ১৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় ছয় জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বেনাপোলের দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুর জেলার ঘাঘুারয়া গ্রামের রশিদ মিয়াজির ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লা জেলার নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারির ছেলে শাহজালাল, মাদারীপুর জেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি গ্রামের মতিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি। মঙ্গলবার দিনগত রাত তিনটার সময় বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই সোনা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকাল চারটায় যশোর ৪৯ ব্যাটেলিয়ানের লে: কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com