শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

আমদানি হওয়ায় হিলি বন্দরে কমেছে গমের দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে ভারতীয় গমের দাম। পাশাপাশি কমেছে দেশিও গমের দাম। বেড়ে যাওয়া ৪১ টাকার গম কমে বর্তমান বিক্রি হচ্ছে ৩৬ টাকা কেজি দরে। এতে স্বস্তি ফিরেছেন ক্রেতা-বিক্রেতাদের। শনিবার (৪ জুন) হিলি স্থলবন্দর ঘুরে জানা যায়, গত ১৩ মে বাংলাদেশে গম রপ্তানি বন্ধের ঘোষণা দেন ভারত সরকার। ঘোষণার প্রভাব পড়তে থাকে দেশের গম বাজারে। ৩৪ টাকার গম বৃদ্ধি পায় ৪১ টাকা। আবার ২০ মে পুরনো এলসির কিছু গম এবন্দরে প্রবেশ করে, ঐদেশের অভ্যন্তরীণ জটিলতার কারণে তা আবার বন্ধ হয়ে যায়। পরে ২৯ মে থেকে পুরনো এলসির গম প্রবেশ করতে থাকে এই বন্দরে। যার প্রভাবে কমতে থাকে গমের দাম। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, গত ২৯ মে থেকে হিলি বন্দরে গম আমদানি হয় ২ ট্রাকে ৭৮ মেট্রিকটন। গত বুধবারও ১১ টি গম বোঝায় ট্রাক এবন্দরে প্রবেশ করে। হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, হঠাৎ ভারত সরকার গত ১৩ মে থেকে গম রপ্তানি বন্ধের ঘোষণা দেন। পরে ২৯ মে থেকে এবন্দরে আবারও গম আমদানি শুরু হয়েছে। বন্দরে গম বোঝায় গাড়িগুলো প্রবেশ করছে। তা বন্দর এবং কাস্টমসের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত গাড়িগুলো ছাড় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গম আমদানি কারক মেসার্স ডায়মন্ড এন্টারপ্রাইজের প্রতিনিধি সন্জিত জয়সোয়াল বলেন, গত ২০ মে পর গত বুধবার থেকে আমাদের গম আমদানি শুরু হয়েছে। ৭টি ট্রাকে ৩০০ মেট্রিকটন গম আসবে। ৭ ট্রাকের মধ্যে ৫টি গম বোঝায় ট্রাক বন্দরে এসে পৌঁছিয়েছে। বাঁকি ২ ট্রাক গম আজকে প্রবেশ করবে। গম আমদানি কারক রবিউল ইসলাম সুইট বলেন, ১৩ মে থেকে গম আমদানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার। যার প্রভাব পরতে থাকে দেশের গমের বাজারের উপর। ৩৪ টাকার গমের বাজার উঠে ৪১ টাকায়। আবারও গত ২৯ মে থেকে গম আমদানি শুরু হয়। যার কারণে কমে গেছে কেজিপ্রতি ৫ টাকা। বর্তমান ভারতীয় গম বিক্রি করছেন আমদানি কারকরা ৩৬ থেকে সাড়ে ৩৬ টাকা। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, হঠাৎ ভারত সরকার গম রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এতে আমদানি কারকরা ব্যাপক ক্ষতিতে পড়ে এবং দেশের বাজারে গমের দাম বেড়ে যায়। তবে সরকার অন্যান্য দেশ থেকে গম আমদানিতে গমের দাম স্বাভাবিক হতে থাকে। বর্তমান নতুন এলসিতে ভারত গম রপ্তানি করবে না। তবে পুরনো এলসির গমগুলো দিচ্ছে। আমদানি কারকদের পুরনো অনেক গমের এলসি করা আছে। যদি পুরনো এলসির গমগুলো এবন্দরে ঠিকমতো প্রবেশ করে, তাহলে আশা করছি গমের দাম আরও কমে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com