শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

পাঁচবিবিতে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপি’র অর্থের বিনিময়ে গঠিত আহবায়ক পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ এ জুন শনিবার বিকেল সাড়ে ৫টায় আয়মা রসুলপুর ইউনিয়নের শালপাড়া বাজারে ইউনিয়ন বিএনপির ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে’ অনুষ্ঠিত বিক্ষোভ প্রদর্শণের সময় তারা কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি চন্দন ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমকে অবাঞ্চিত ঘোষণা করে অতি দ্রুত কমিটি বাতিলের দাবি জানান। এ-সময় উপস্থিত ছিলেন -আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপি’র ও অংগ ও সহযোগি সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সমর্থকবৃন্দ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই কমিটি থেকে দলের ত্যাগী ও কারা নির্যাতিত নেতাদের বাদ দেয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপির নেতা ওবায়দুর রহমান চন্দন ও সাইফুল ইসলাম ডালিমের জোগসাজশ করে অর্থের বিনিয়মে এ পকেট কমিটি করেছেন। অবিলম্বে অর্থের বিনিময়ে এই পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও কারা নির্যাতিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি করার জোর আহবান জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com