৬ জুন সোমবার বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সমৃদ্ধ কর্মসূচীর আওতায় দিনব্যাপী ফ্রি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে এলাকার অসহায়-দরিদ্র ২৩৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (শিশু) ডাঃ ফাতমী ওবায়দুজ জোহরা ও ডাঃ নওশাদ আলম সিদ্দিক। ক্যাম্পের উদ্বোধন করেন পুনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ এর অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দীক। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজারামপুর ইউনিয়নের সচিব মোঃ মোকাররম হোসেন। চিকিৎকরা রোগীদের উদ্দেশ্যে বলেন, সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন এবং নির্দেশনা মোতাবেক নিয়মিত ঔষধ সেবন করবেন। তাহলে দ্রুত সুস্থ্য হওয়ার সম্ভাবনা থাকবে। দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক বলেন, তৃণমূল পর্যায়ে অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য পল্লীশ্রী কাজ করে যাচ্ছে। করোনার সময় যেসব স্বাস্থ্য বিধি মেনে চলেছেন সেগুলো এখনও চলবে। যেমন মাস্ক ব্যবহার, হাত ধোয়া ইত্যাদি ঠিকমত মেনে চলবেন। ক্যাম্পে রোগীদের তত্ত্বাবধান করেন সমৃদ্ধি কর্মসূচী রাজারামপুরের কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম। ক্যাম্পে রোগীদের দেখাশোনা করেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা যমুনা রানী রায়, রজিনা খাতুন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ এবং পল্লীশ্রী রাজারামপুর ইউনিটের ইউনিট ম্যানেজার আবুল কালাম আজাদ।