নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২৫ জন কৃষাণ-কৃষাণীকে বিষমুক্ত নিরাপদ ধান উৎপাদনে পরিবেশ বান্ধব কৌশলের ওপর ১৪ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। একই সঙ্গে প্রশিক্ষন প্রাপ্ত কৃষাণ-কৃষাণীকে কৃষি মন্ত্রণালয় প্রদত্ত প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নলডাঙ্গা পৌরসভার হলুদঘর গ্রামে কৃষক মাঠ দিবসের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত ও কৃষাণ-কৃষাণীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। এরআগে প্রশিক্ষণ প্রাপ্তদের মূলায়ন পরীক্ষাও নেয়া হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কিশোয়ার হোসেন তাদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাক আহমেদ, নলডাঙ্গা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাওয়া বেগম, পৌর কাউন্সিলর আজাহার আলী, মাহমুদুল হাসান মুক্তা, সাবেক কাউন্সিলর বাহার উদ্দিন প্রমুখ। নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কিশোয়ার হোসেন জানান, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় পৌর এলাকার হলুদঘর গ্রামে একটি আইপিএম কৃষক মাঠ স্কুল গড়ে তোলা হয়। এতে ওই এলাকার ২৫ জন কৃষাণ-কৃষাণীকে ১৪ সপ্তাহ ধরে বিষমুক্ত নিরাপদ ধান উৎপাদনে পরিবেশ বান্ধব কৌশলের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এতে এসব কৃষাণ-কৃষাণী খুব সহজেই তাদেও স্ব স্ব এলাকায় বিষমুক্ত ধান উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে তা বাজারজাত করতে পারবেন এবং অর্থনৈতিক ভাবে সাবলম্বী হবেন। পাশাপাশি তাদের ফসলের উৎপাদন দেখে অন্যান্য চাষীরা উৎসাহিত হবেন। তিনি বলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সেই লক্ষ্য নিয়ে এই প্রশিক্ষণ প্রদান করছে এবং আগামিতেও তা অব্যাহত থাকবে। এতে কৃষকসহ ভোক্তারা উপকারভোগী হবেন।