মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই: কাদের কীটনাশক ও হরমোন ছাড়াই কৃষক পর্যায়ে টমেটো উৎপাদনে হাবিপ্রবি’র সাফল্য স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, ৩ দিন অবজারভেশনে থাকবে সুন্দরবন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু পাসপোর্ট অফিসে প্রতারণা: পুলিশের এসবি পরিচয়ে টাকা আদায় দেশে বেকার বেড়েছে ১ লাখ ২০ হাজার ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা : টিআইবি

মীরসরাইয়ে ব্যাটারি চালিত রিকশার দাপট

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মীরসরাইয়ে এ নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না কেউ। প্রশাসনের নিয়ন্ত্রণ না থাকায় এ অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটো রিকশা। অনভিজ্ঞ চালকের হাতে থাকা এসব অটোরিকশা সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট এবং ঘটছে নানা দুর্ঘটনা। চট্টগ্রাম মহানগর থেকে তুলে দেয়া শতাধিক ব্যাটারিচালিত রিকশা এখন বারইয়াহাট-সোনাপাহাড়, মস্তাননগর, বড়তাকিয়া, মিঠাছরা, মীরসরাই এলাকাসহ আশপাশের মহাসড়কে পাল্লা দিয়ে চলাচল করছে। তাদের অবাধ চলাচলে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ রয়েছে, মীরসরাই সদরে দায়িত্বপ্রাপ্ত এক সার্জেন্টকে মাসোহারা দিয়ে সড়কে চলাচল করে তারা। তাই কোনো কিছুরই তোয়াক্কা নেই চালকদের। মীরসরাই উপজেলা সদরের রাস্তার মুখে অবৈধ স্ট্যান্ড তৈরি করে অটোরিকশাগুলো রাখা হয়। মীরসরাই সিএনজি সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ব্যাটারি রিকশা জন্য মীরসরাই কোড রোড সড়কে গাড়ি চালানো কঠিন। এসব রিক্সার চালকের কোনো কান্ডজ্ঞান নেই। সড়কের যেখানে সেখানে দাঁড়িয়ে যায়। এসব কারণে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর হোসেন জানান, নছিমন-করিমন (ভটভটি) বা ব্যাটারিচালিত অটোরিকশা দেখতে পেলে চাকা খুলে ফেলা হয় এবং পাম্প ছেড়ে দেওয়া হয়। মহাসড়কে দ্বিতীয়বার দেখলে গাড়ি আটক করা হবে বলেও জানিয়ে দেন বলে জানান। তিনি আরো জানান, মহাসড়কের বারইয়াহাট ও মীরসরাই পৌরসভার ৪ কিলোমিটার অংশ তাদের দায়িত্বে নেই। তাই সেখানে তারা অভিযানও চালান না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com