মধু মাস জৈষ্ঠ্যের সুমিষ্ট রসালো ফলের অন্যতম নাম পাকা জাম। আর এই পাকা জামে রঙ্গিন হয়ে উঠতে শুরু করেছে উল্লাপাড়া ও সলঙ্গার হাট-বাজার। তবে প্রতিটি গ্রাম এলাকার গাছের জাম এখনও পুরোদমে পাকতে শুরু করেনি বলে পাইকাররা ঈশ্বরদী, মুলাডুলি সহ বিভিন্ন মোকাম হতে বেশী দামে ক্রয় করে উল্লাপাড়া ওসলঙ্গাএলাকার হাট-বাজারে বিক্রি করছেন। তাই এইসব এলাকার বাজারে পাকা জামের দাম এখন আকাশ ছোয়া। ইচ্ছা থাকলেও সাধারন মানুষ অধিক মুল্যের কারনে পাকা জাম কিনতে হিমশিম খাচ্ছে। সলঙ্গার হাট বাজারে প্রকার ভেদে রঙ্গিন পাকা জামের কেজি ১২০ থেকে ১৩০ টাকা। স্বাভাবিকের তুলনায় এবং অন্যান্য বছরের চেয়ে এবারে জামের দাম বেশী হওয়ায় পরিবারের শিশুদের আবদার রক্ষা করতে ইচ্ছা থাকলেও দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন। সলঙ্গা বাজারের জাম বিক্রেতা হাফিজুর রহমান বলেন, আগের মত আর কম দামে জাম কিনতে পারছি না। এলাকার গাছের পাকা জাম না পেয়ে মোকামে বেশী দরে কিনতে হয়েছে বলে বাধ্য হয়ে বেশী দামে বিক্রি করতে হচ্ছে। হাটিকুমরুল রোডের ক্রেতা জুয়েল রানা,তুষার,মিন্টু,হাকিম সহ অনেকেই জানান, অন্য বছরের তুলনায় এবার পাকা জামের দাম খুব বেশী। জাম স্বল্পকালীন ফল হওয়ায় প্রতি বছরই এর চাহিদা বাড়তি হয়। আরেক ক্রেতা সুমন,দেলবার জানান, শিশুদের নিয়ে হাট বাজারে এলে তাদের নজরে পড়ে কুঁচকুচে পাঁকা জাম। তাই তাদের আবদার মেটাতে অল্প কিছু জাম কিনতে হলো।