নওগাঁর বদলগাছীতে গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫ জুন সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত কর্মশালায় যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান (পিএএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালদ বুলু, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল প্রমুখ। উক্ত কর্মশালায় ১০ টি গ্রুপে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং সুধী সমাজ সহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। বিভিন্ন গ্রুপের সদস্যরা নির্দিষ্ট বিষয়ে সমস্যা এবং সমাধানের পথ লিপিবদ্ধ করে তা উপস্থাপন করেন। যাতে করে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত কর্মপন্থা সঠিক ভাবে বাস্তবায়ন হয় এবং বাংলাদেশ অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে।