কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন অঞ্চলে আকর্ষিক বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে নৌকা যোগে ত্রাণ বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন (এমপি)। বৃহস্পতিবার দুপুর ১২ টায় রৌমারী থানার যাদুরচর ইউনিয়নের বারবান্দা, চুলিয়ারচর, বকবান্দা, নামা বকবান্দা, খেওয়ারচর, বিক্রিবিল, কলাবাড়িসহ বিভিন্ন এলাকার পানিবন্দি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত ত্রান রয়েছে। কেউই না খেয়ে থাকবে না। আপনারা সাময়িক কষ্টে আছেন। আমি চেষ্টা করছি তারাতারি আপনাদেরকে খাদ্য সামগ্রী পৌছে দিতে এবং যাদের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে তাদের তালিকা প্রনোয়ন করা হবে। তালিকা মতে তাদের সহোযোগিতা করা হবে। মন্ত্রী আরোও বলেন, পানিবন্দি মানুষদের জন্য প্রশাসণ ত্রাণ নিয়ে সজাগ থাকায় তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল আলম রাসেল, রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, মোজাফ্ফর হোসেন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, প্রভাষক মোশারফ হোসেন সভাপতি আওয়ামী যুবলীগ যাদুরচর ইউনিয়ন শাখা, যাদুরচর ইউপি সদস্যা সদস্যগণ, সাংবাদিকবৃন্দ।