মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
শেরপুরে ব্রহ্মপুত্র নদী খননের বালু নিয়ে জেলা জুড়ে তোলপাড় শিশু সাহিত্যে স্বর্ণ পদক পেলেন কবি ইলোরা সোমা মঠবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যাচার ও আ.লীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন চকরিয়ায় সাংবাদিকের স্ত্রী-কন্যার খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন রাণীশংকৈলে ৯৫ বছর বয়সী মজিদ মুন্সির সংসার চলে বাদাম বিক্রি করে দুপচাঁচিয়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিক্স-এ-সাইড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন নড়াইলের মধুরগাতিতে মাদক ও চুরির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণের দাবীতে জনতার মতামত যাচাই ফটিকছড়িতে সিআইপি মাহমুদ আজমকে সংবর্ধিত করল জামায়াত

দুর্গাপুরে গর্ত থেকে বেরুচ্ছে ডিজেল উৎসুক জনতার ভিড়

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

জøালানীর অন্যতম অনুসঙ্গ হচ্ছে তেল। বাজারে তেলের দাম থাকলেও দুর্গাপুরে তা পাওয়া যাচ্ছে বিনা মুল্যে। পৌরশহরের কাচারী মোড় এলাকায় মোজাম্মেল হকের বাসায় বিদ্যুৎ এর খুটি গাড়তে গিয়ে বেরুতে থাকে কালো জ্বালানী তেল। বৃহস্পতিবার দুপুরে এ তেলের সন্ধ্যান মেলে। এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্গাপুর পৌরশহরের কাচারী রোড এলাকায় ইাতোমধ্যে গড়ে উঠছে বহুতল বিশিষ্ট ইমারত। এ সকল বিল্ডিং গুলোতে বিদ্যুৎ এর খুঁটি পোতা সহ পাইলিং এর জন্য গাড়তে হচ্ছে লোহার পাইপ। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার মোজাম্মেল হক এর বিল্ডিংয়ের জন্য বিদ্যুৎ এর খুটি গাড়তে যায় মিস্ত্রী শফিকুল ইসলাম। তার বাসার সামনে প্রায় ৫ ফুট যাওয়া মাত্রই ঘন-কালো ডিজেল এর মতো তেল বেরুতে থাকে। পরে কেউ কেউ তা প্লাষ্টিক মগ দিয়ে উঠিয়ে আগুন জ্বালাতে গিয়ে বুঝতে পারে এটা কোন না কোন জ্বালানী দ্রব্য। এ খবর ছড়িয়ে পড়তেই আশ-পাশের উৎসুক জনতা প্লাষ্টিক বালতি, মগ ও কলসি নিয়ে সংগ্রহ করতে থাকে ওই তেল। এনিয়ে স্থানীয় পান্থনীড় ফিলিং সেন্টারের কর্মচারী নুরুজ্জামান বলেন, এটা ডিজেলের চেয়ে একটু ঘন এক ধরনের জ্বালানী তেল। হয়তো ডিজেল কে রিফাইন করার আগে যা থাকে তেমন হবে হয়তো। আশ-পাশের কোন তেলের পাম্প ফেটে এটা আসতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা কোন পাম্পের তেল না। এটা মাটির গভীর থেকেই উঠে আসছে। এ নিয়ে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক পাঠানো হয়েছে। যদি সত্যিই এখানে কোন তেলের সন্ধ্যান পাওয়া যায়, তবে এটা রাষ্ট্রীয় সম্পদ। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com