মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

একদিনে শনাক্তের সংখ্যা ১৬৮০, মৃত্যু ২

শামছুল আরিফ:
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে আরো দুইজন মারা গেছেন। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৬৮০ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১৬৯ জন রোগী। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
নতুন দুইজনসহ দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন চলমান মহামারীতে। মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ১০ হাজার ৭৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com