শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ২৭তম বার্ষিক সাধারণ সভা

ফকির মতি কিশোরগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৬ জুন) কিশোরগঞ্জ সমবায় কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার মোঃ ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মুজিবুর রহমান বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। সভায় সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল আহাদ মানিক। সভায় সকল ইট মালিকদের উপস্থিতিতে স্বাগত বক্তব্যে সভাপতি জানান কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিকদের অবস্থা খুব করুন। প্রস্তুতকারী সরঞ্জামের সংকট ও অকল্পনিয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এই শিল্পটি হুমকির মুখে। আধুনিকতা করণের সরকারের চাপ থাকলেও পারিপার্শ্বিক কারণে তারা গুছিয়ে উঠতে পারছেন না। তাই সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সকে সাথে নিয়ে আলোচনা করার প্রস্তাব দেন। মধ্যাহ্ন ভোজনের পরে পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও পুণরায় সকল মালিকদের সিদ্ধান্তক্রমে পূর্ব কমিটিকে বহাল রাখা হয়। বর্তমান কমিটি অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এম.এ মুছা, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন, সহ-সভাপতি নূরে আলম দীপু, যুগ্ম সম্পাদক মোঃ শামছুল ইসলাম শামীম, আব্দুল্লাহ আল মামুন মহন, মোঃ শাহজাহান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক আবুল হাসান লাকু, দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন তুতু, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ ইছহাক ভূঞা, ব্যবসা বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যকরী সদস্য দীপক রঞ্জন রায়, মোঃ জসিম উদ্দিন, মুছা মারুয়া, মোঃ বকুল মিয়া, মাহফুজুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com