মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
কুড়িগ্রামে দুফসলি থেকে তিন ফসলি জমি করতে সরিষা চাষে ঝুঁকছে কৃষক চকরিয়ায় গোয়ারফাঁড়ি শাখা খাল দখলে নিয়ে অবৈধ স্থাপনা তৈরির হিড়িক চার লক্ষ মানুষের বিপরীতে একমাত্র সরকারি হাসপাতাল ভঙ্গুর অবস্থায় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করায় সাটুরিয়া বিএনপির আনন্দ মিছিল শালিখায় জাসাস এর ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি পাঁচবিবিতে ড্রেনের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ প্রত্যন্ত এলাকার অপরাধ দমনে গ্রাম পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ-এসপি শরীফুল হক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লামায় বিএনপির সমাবেশ

চকরিয়ায় প্রয়াত পৌর প্রশাসকের মৃত্যু বার্ষিকী পালিত

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে চকরিয়া পৌরসভার সাবেক প্রশাসক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বরেন্য এই রাজনীতিক অ্যাডভোটে আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ২৬ জুন খতমে কোরান, মিলাদ মাহফিল ও শোকসভা চকরিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন সভাপতি জহিরুল মওলার সভাপতিত্বে সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিবুল মোস্তফা রাজিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা কাইছার উদ্দিন, মো. আলমগীর। স্মৃতিচারণ করেন প্রয়াত অ্যাডভোকেট আমজাদ হোসেন-এর ছোটভাই ইমাম হোসেন। পৌরসভার সম্মেলন কক্ষে খতমে কোরান মিলাদ মাহফিল ও শোকসভায় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেহ উদ্দিন মানিক, সহসভাপতি আমান উদ্দিন, পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, পৌরসভার প্যানেল মেয়র-১ ফোরকানুল ইসলাম তিতু, প্যানেল মেয়র-২ মুজিবুল হক মুজিব, নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম. নুরুস সফি, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার উদ্দিন হানিফ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সালাম, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলাল উদ্দিন। এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৌশলী মুজিবুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা সফায়াত হোসেন, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক আবু রাশেদ মো. জাহেদ উদ্দিন, রায়হান আক্তার বানু, বাজার পরিদর্শক বশির আহমদ, করনির্ধারক ফরিদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল মোস্তফা, লাইসেন্স পরিদর্শক কামাল হোসেন, উচ্চমান সহকারী উসমান গণি, সহকারী করআদায়কারী নুরুল আবছার মুনিরী, পরিছন্নতা পরিদর্শক আবুল কালাম, অফিস সহকারী আবদুল হামিদ, সার্ভিস এসোসিয়েশন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক জানে আলম, অর্থসম্পাদক মো. হায়দার আলী, টিকাদানকারী সুপারভাইজার. মো. নাজিম উদ্দিন, আওলাদ কামাল, টিকাদানকারী রফিকুল আলম, আবদুল লতিফ, চম্পক দত্ত, রুবি আক্তার, কম্পিউটার অপারেটর দিদারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের, প্রচার সম্পাদক ফরিদুল আলম, আপ্যায়ন সম্পাদক রাশেদ কামাল, রোলার চালক রুবেল, মাহমুদুল করিম, জোবাইর, মেয়রের সহকারী শেফায়েত হোসেন ওয়ারেছি, দপ্তর সম্পাদক আলী আকবর, অফিস সহায়ক খোকন কুমার চৌধুরী, আব্বাছ উদ্দিন, মাওলানা সাহাব উদ্দিন, শফিকুল কাদের, নুরুল আমিন, হারুন ও বাগানমালি সেলিম এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। স্মরণসভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট আমজাদ হোসেন ছিলেন আওয়ামী রাজনীতিতে একজন নির্ভেজাল রাজনীতিবিদ। তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানর্গাড হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের দুর্দিনে যখন কেউ কারো খবর নিত না, তখন তিনি ছিলেন নেতাকর্মীদের আস্থা ও ভরসার ঠিকানা। নেতাকর্মীরা মামলায় জড়িয়ে গেলে, জেলহাজতে গেলে অ্যাডভোকেট আমজাদ সাহেব বিনাখরচে আইনি লড়াই করে ওই নেতাকর্মীদের জেলমুক্ত করেছেন। মামলা থেকে বাঁচিয়েছেন।তিনি যতদিন বেঁচে ছিলেন মানুষের উপকার করে, দেশের কল্যাণে কাজ করেছেন। বরণ্য রাজনীতিবিদ আমজাদ হোসেন ছিলেন নিপীড়িত নির্যাতিত মানুষের আশ্রয়স্থল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com