নওগাঁর বদলগাছী উপজেলা মৎস্য দপ্তর রাজশাহী বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং-২০২২ এ্যাওয়ার্ড লাভ করেছে। রাজশাহী বিভাগের ৮ টি জেলার ২৪ টি ইনোভেশন নিয়ে বিভাগীয় পর্যায়ে এই ইনোভেশন প্রতিযোগিতা শুরু হয়। তন্মধ্যে নওগাঁ জেলা তথা বদলগাছী উপজেলা মৎস্য দপ্তরের ইনোভেশনটি ২য় স্থান অর্জন করে। প্রত্যেক বিভাগ থেকে ৩টি করে তথা ৩টি জেলা জাতীয় পর্যায়ে ইনোভেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের নিকট থেকে বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম সম্মাননা পত্র ও পুরষ্কার গ্রহন করেন। বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এর নিরলস প্রচেষ্টা এবং কর্মস্পৃহার ফল স্বরুপ এই এ্যাওয়ার্ড অর্জন বদলগাছী উপজেলা তথা নওগাঁ জেলার সম্মান বয়ে এনেছে। এজন্য বদলগাছী উপজেলার সকল দপ্তর এবং উপজেলাবাসীর পক্ষ থেকে মৎস্য কর্মকর্তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।