ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী অনুকূলে সরকারিভাবে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে ৫৯জন কে নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। ২৯ জুন বুধবার বিকালে সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্স হলে অনুদান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক। এসময় উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।