কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ বছর বয়স্ক একটি বাঘ। বুধবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ‘কলম্বাস জু এন্ড একুরিয়াম’-এ বাঘটি মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়ায় ভুগছিল বাঘটি। অবশেষে সেই নিউমোনিয়া থেকেই তার মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
খবরে জানানো হয়, ওই চিড়িয়াখানায় কোভিড আক্রান্ত হওয়া প্রথম প্রাণী ছিল এই বাঘটি। জুপিটার নামের ওই বাঘটি দীর্ঘদিন ধরে কোভিডের চিকিৎসা নিচ্ছিল। ১৫তম জন্মদিন থেকে মাত্র দুই সপ্তাহ দূরে ছিল জুপিটার। মস্কোর একটি চিড়িয়াখানায় জন্ম হয়েছিল তার। তার রয়েছে ৯টি বাচ্চা। এই সাইবেরিয়ান বাঘগুলো বিলুপ্তির আশঙ্কায় রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, শুধু মানুষই নয়, বিড়াল ও বানর জাতীয় প্রাণীরাও কোভিড আক্রান্তের উচ্চ ঝুঁকিতে রয়েছে।