শনিবার, ২৯ জুন ২০২৪, ১২:২০ অপরাহ্ন

বিএনপির সাবেক মহাসচিবের ছেলের সুস্থতা কামনায় সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে গুরুতর অসুস্থ অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুর সুস্থতা কামনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদে দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আইনজীবী খন্দকার আব্দুল হামিদ ডাবলু বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য।
দোয়া মাহফিলে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, রফিকুল ইসলাম মন্টু, মির্জা আল মাহমুদ, জসিম সরকার, আজম হোসেন বাচ্চু, জহিরুল ইসলাম সুমন, ইউনুস আলী রবি, রাসেল আহমেদ, শেখ শিমুল, সাগর হোসেন, মোহাম্মদ কাইয়ুমসহ শতাধিক আইনজীবী অংশ নিয়েছেন। আইনজীবীরা জানান, অ্যাডভোকেট ডাবলু গুরুতর অসুস্থ হয়ে গত তিন দিন থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন আছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com