তিনদিনে গাজীপুর সিটি কর্পোরেশন প্রায় ১৪ হাজার মেট্রিক টন কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ১০ জুলাই রোববার দুপুর ২টা থেকে সোমবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪হাজার মেট্রিক টন কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণ করেছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬.১০মিনিট নাগাদ সকল ওয়ার্ড থেকে ঈদের তৃতীয় দিনে জবাই করা কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। উল্লেখ্য যে, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও ৩৬ ঘন্টায় সকল ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ভাঃমেয়র আসাদুর রহমান কিরন।