মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
কুড়িগ্রামে দুফসলি থেকে তিন ফসলি জমি করতে সরিষা চাষে ঝুঁকছে কৃষক চকরিয়ায় গোয়ারফাঁড়ি শাখা খাল দখলে নিয়ে অবৈধ স্থাপনা তৈরির হিড়িক চার লক্ষ মানুষের বিপরীতে একমাত্র সরকারি হাসপাতাল ভঙ্গুর অবস্থায় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করায় সাটুরিয়া বিএনপির আনন্দ মিছিল শালিখায় জাসাস এর ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি পাঁচবিবিতে ড্রেনের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ প্রত্যন্ত এলাকার অপরাধ দমনে গ্রাম পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ-এসপি শরীফুল হক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লামায় বিএনপির সমাবেশ

রায়পুরে পর্যটন কেন্দ্রে উপচেপড়া ভীড়!

মোস্তফা কামাল রায়পুর (লক্ষ্মীপুর) :
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২

লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার বিভিন্ন পর্যটন এলাকায় কোরবানির ঈদের পর ভ্রমণপ্রেমী মানুষের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়েছে। ঈদের দিন বিকেল থেকে আরম্ভ করে আজ অবধি পর্যন্ত উপজেলার আলতাফ মাস্টার ঘাট, মোল্যা এন্ড সরদার পর্যটন কেন্দ্র ও রাহুল ঘাটে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন কেন্দ্র পরিচালকদের কাছ থেকে জানা যায়, আরো ৩-৪দিন এই ভীড় অব্যাহত থাকতে পারে। পর্যটন কেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে নান্দনিক কয়েকটি খাবার হোটেল। সরেজমিন ঘুরে আগত পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে উল্লেখযোগ্য ও দৃষ্টিনন্দন কোন পর্যটন কেন্দ্র না থাকায় ভ্রমণপ্রেমী লোকজন নিরুপায় হয়ে রায়পুরের পশ্চিমাঞ্চলে মেঘনা তীরবর্তী উল্লেখিত পর্যটন কেন্দ্রগুলোতে ভীড় জমান। দূর-দূরান্ত থেকে আসেন ভ্রমণপিপাসু লোকজন। কিন্তু যাতায়াত ব্যবস্থা ততটা উন্নত না হওয়ায় ভীড়ের সময় তীব্র যানজট সৃষ্টি হয়। তাছাড়া লোক সমাগম বেশি হলে খাবারের অপ্রতুলতা, উচ্চমূল্য গ্রহণ, পর্যটকদের অবস্থান ও চলাফেরার কষ্টসহ নানারকম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বি.এস.সি বলেন, ‘সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে এসব পর্যটন কেন্দ্রের সংস্কার ও উন্নয়নের জন্য সু-পরিকল্পিত উদ্যোগ নেয়া হলে পর্যটকদের দুর্ভোগ কিছুটা লাঘব হতে পারে বলে মনে করি।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে মনযোগী হলে এ এলাকাগুলো আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com