গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও কৃষি বিশ্বদিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় জোনার ফাউন্ডেশন- জেড এফ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৪ জন মেডিকেল, ৩ কৃষি অনুষদ ও ৬ জন ইঞ্জিনিয়ারিং ও ৭৪ সাধারণ বিশ্ববিদ্যালয়েরসহ মোট ৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে সংগঠনটি। শিক্ষার্থীদের হাতে একটি ক্রেস্ট ও টি শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সাংগঠনিক সহযোগিতা করেন ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার গাইবান্ধার পরিচালক, চক্ষু বিশেষজ্ঞ ডা. তাভীর আহমেদ ও জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন। অনুষ্ঠানে জোনার ফাউন্ডেশনের উপদেষ্টা আবু সাআদাত শাহ্ মো. ফজলুল হক রানার সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, অধ্যাপক ড. আবু সাঈদ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বাবু, সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার গোলাম মতো মোস্তফা, উপজেলা কৃষক লীগের সভাপতি জহুরুল হক, জুমবাংলা ফাউন্ডেশনের কো-ফাউন্ডার সাদেকুল ইসলাম প্রমুখ। জোনার ফাউন্ডেশনের সম্পর্কিত বক্তব্য দেন জোনার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ জে আশিকুর রহমান শাওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জোনার ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আশিক।