মিজানুর রহমান আরিয়ানের নাটক মানেই দর্শকদের অন্যরকম ভালো লাগা। এবার ঈদেও বেশ কিছু কাজ নিয়ে হাজির হয়েছেন তিনি। এরইমধ্যে প্রচারে আসা ‘এখানেই শেষ নয়’ নাটকটি দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে। এখানে জুটি বেঁধে অভিনয় করা তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ তাদের অভিনয় পারফর্মেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ইউটিউবে মন্তব্যের ঘরে কলকাতা থেকে সুদীপ সেনগুপ্ত নামে একজন লিখেন, তৌসিফ এবং তাসনিয়া ফারিণ-এর দুর্দান্ত পারফরম্যান্স ছিলো। এই ঈদের মৌসুমে তৌসিফ মাহবুবের জমকালো এনকোরগুলির সংখ্যা তাকে আগামী মৌসুমে একজন অভিনেতা হওয়ার পথ ভাল করে দিয়েছে, সম্ভবত তিনি মোশাররফ করিমের মতো ভালো হওয়ার পথে। আফরান নিশো, না হলে ভালো। তার অভিনয়ের গভীরতা বোঝা যায় কিভাবে তিনি তার চোখ দিয়ে আবেগপ্রবণ হতে শুরু করেছেন। এটাই সত্যিকারের ভালো অভিনেতাদের মাপকাঠি। ভারতের পক্ষ থেকে শুভ কামনা।
আফরিন নীড় লিখেন, নিজেকে বারবার কান্না থেকে থামাতে পারছিলাম না। নিঃসন্দেহে এটি এই ঈদের সেরা নাটক। এখনও আমার চোখে পানি, কি মাস্টারপিস অভিনয় এবং নির্মাণ।
তারেক লিখেন, নাটকের সংলাপগুলো মন ছুঁয়ে গেলো।
প্রবীর কুমার লিখেন, মনটা ভারাক্রান্ত হয়ে গেল নাটকটি দেখে আর ফারিন ও তৌসিফ দূর্দান্ত অভিনয় করেছেন, ভালো পরিচালক এর সাথে কাজ করলে যে ভালো অভিনয় করা যায় তৌসিফ এই নাটকে দেখিয়ে দিয়েছেন। শুভেচ্ছা রইলো পরিচালক আরিয়ান এর জন্য।
সুমন হাসান লিখেন, আপনি আসলে মানুষের আবেগ কিভাবে ট্রিগার করতে হয় ভালো করেই জানেন, আপনি শুধু নির্মাতা না আপনার কাজগুলো বলে দেয় আপনি অসম্ভব সুন্দর চিন্তার একজন মানুষ।
সুনরিয়া আজাদ তন্দ্রা লিখেন, নিজের সাথে অনেকাংশেই মেয়েটার মিল পেলাম। প্রিয় মানুষটার অনুপস্থিতি যে কতটা কষ্ট দেয় বিশেষ করে অসুস্থতার সময়, তা যে এই অবস্থার মধ্যে দিয়ে যায়, সেই জানে। আমিও যাচ্ছি। নাটকটা অনেক কিছু মনে করিয়ে দিলো। ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ান ভাইয়াকে এতো সুন্দর একটা কাজ আমাদের উপহার দেয়ার জন্য। এখানে তৌসিফ-ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরি আলম, আনোয়ার শাহী, মেইন হাসান প্রমুখ।