শুক্রবার, ১৪ জুন ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুর উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট চকরিয়ায় ছিনতাই: বন্দুকসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার: মালামাল উদ্ধার জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সম্প্রীতি শীর্ষক আন্তঃধর্মীয় সম্প্রীতি সেমিনার সদরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা আগামী প্রজন্মের জন্যে নতুন পৃথিবী গড়ে তুলতে হবে -সদর ইউএনও পিংকি ধনবাড়ী পৌরসভার মেয়রকে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সম্মাননা প্রদান ফটিকছড়ির হেয়াকোঁ বাজারে ছাগলের বিশেষ কদর শরণখোলার লোকালয়ে উদ্ধার করা হরিণ সুন্দরবনে অবমুক্ত নান্দাইলে দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ পটিয়ায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ জুলাই, ২০২২

শ্রীলঙ্কার পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করল। অন্তর্বতী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ২১৯ ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক এসএলপিপি নেতা দুলাস আলাহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট এবং দেশটির বামপন্থী দল জেভিপি নেতা অনুরা কুমারা দেশনায়েকে পেয়েছেন মাত্র ৩ ভোট। দীর্ঘ আলোচনার পর শ্রীলঙ্কার পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করল। জয়ী রনিল বিক্রমাসিংহে। এর আগে একাধিকবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি। তবে রনিলকে নিয়ে দেশের জনগণের মধ্যে অসন্তোষ আছে। ফলে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এরপরেও শ্রীলঙ্কার অচলাবস্থা অব্যাহত থাকতে পারে। গত প্রায় ছয়মাস ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশের সরকারের বিরুদ্ধে রাজপথে লাগাতার আন্দোলন চালিয়ে গেছেন দেশের জনগণ। তারই জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পদত্যাগ করতে বাধ্য হয়েছেন গোতাবায়ার ভাই তথা দেশের প্রধানমন্ত্রী মাহেন্দা রাজপাকসে। প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নিয়েছিল জনসাধারণ। তারপরেই নতুন নির্বাচনের সিদ্ধান্ত হয়। বুধবারই পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে। নির্বাচনের আগে টুইট করে বিরোধী দলনেতা ভারতের কাছে বিশেষ সাহায্য চেয়েছেন। টুইটে তিনি লিখেছেন, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট যে-ই হোক না কেন, ভারতের সমস্ত রাজনৈতিক দল যেন তাকে সমর্থন করে এবং শ্রীলঙ্কার পাশে দাঁড়ায়। প্রেসিডেন্ট নির্বাচনে মূলত তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেশের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন তিনি। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, জনগণের একটি বড় অংশ মনে করে, সাবেক সরকারের ঘনিষ্ঠ বিক্রমাসিংহে। বিক্রমাসিংহের সাথে টক্কর দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দুলাস আলাহাপ্পেরুমা। জনগণ এবং বিরোধীদের একটি বড় অংশ তার সাথে আছে। গত সপ্তাহে তিনি সকলকে নিয়ে সরকার তৈরির আবেদন জানিয়েছিলেন।
সাজিথ প্রেমাদাসা প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তৃতীয় ব্যক্তি ছিলেন। কিন্তু বুধবার তিনি দুলাসের প্রতি তার সমর্থন জানান। এ নিয়ে টুইটও করেন তিনি। বলেন, সাবেক শিক্ষা ও গণমাধ্যমমন্ত্রীকে তিনি সমর্থন করছেন।
ভারতের দক্ষিণের এই দ্বীপরাষ্ট্রে প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ বসবাস করেন। গত কয়েক মাস ধরে সেখানে তেল নেই, তীব্র খাদ্য সংকট। ব্যাংক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সূত্র : ডয়চে ভেলে
রনিল বিক্রমাসিংহেকে মেনে নেবে না বিক্ষোভকারীরা: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে মেনে নেয়া হবে না বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। তারা রনিল বিক্রমাসিংহের পতনের জন্য আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তারা মনে করছে, এই নির্বাচনের মাধ্যমে বোঝা গেল, রাজাপাকসেদের হাত অনেক লম্বা। কলম্বো থেকে আলজাজিরার মিনেলে ফারনানদেজ বলেন, রাজাপাকসেদের সাথে খুবই ঘনিষ্ঠ রনিলকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার প্রেক্ষাপটে ব্যাপক আন্দোলন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘বিক্ষোভকারীরা মনে করছে যে নিশ্চিতভাবেই বলা যায়, রাজাপাকসে পরিবারের খুবই লম্বা হাত এখনো বেশ সক্রিয় রয়েছে। এ কারণেই ব্যাপক ক্রোধ ও হতাশা দেখা দিচ্ছে।’ তিনি বলেন, বিক্ষোভকারীরা নির্বাচনের দিকে নজর রাখছে। তবে মনে হচ্ছে, তারা সরে যাবে না। সূত্র : আলজাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com