মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
কুড়িগ্রামে দুফসলি থেকে তিন ফসলি জমি করতে সরিষা চাষে ঝুঁকছে কৃষক চকরিয়ায় গোয়ারফাঁড়ি শাখা খাল দখলে নিয়ে অবৈধ স্থাপনা তৈরির হিড়িক চার লক্ষ মানুষের বিপরীতে একমাত্র সরকারি হাসপাতাল ভঙ্গুর অবস্থায় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করায় সাটুরিয়া বিএনপির আনন্দ মিছিল শালিখায় জাসাস এর ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি পাঁচবিবিতে ড্রেনের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ প্রত্যন্ত এলাকার অপরাধ দমনে গ্রাম পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ-এসপি শরীফুল হক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লামায় বিএনপির সমাবেশ

এত অসচেতনতা কেন?

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী (টাংঙ্গাইল) :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ভুল বানান, অশুদ্ধ বাক্য আর ভুল তথ্যে ভরা ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার সরকারি ব্যানারে , সংবাদ সম্মেলনের ব্যানার দেখে বোঝার উপায় নেই এটা না জানার ভুল নাকি অসাবধানতা। ?সরকারি কাজে বাংলা একাডেমির প্রনিত বাংলা বানানের নিয়ম অনুসরণ করতে ২০১২ সালের ৩১ অক্টোবর নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু বানানরীতি মানা তো দূরে থাক, শব্দে অক্ষর ঠিকঠাক মতো বসছে কিনা সেদিকেও নজর নেই ধনবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা। গতকাল মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক দের সাথে মতবিনিময়ের ব্যানারে বানান ভুল দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে দুঃখজনক হলো ওই ব্যানার টিতে সংবাদ সম্মেলন এ-র জায়গায় “সাংবাদ সম্মেলন “ লেখা আছে। মৎস্য কর্মকর্তা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধনবাড়ী প্লেস ক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনছার আলী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আবু এহসান প্রমুখ। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে অনেক নড়াচড়া হয়েছে। আপাতত কোনও কথা বলতে চাই না।’ এ ধরনের ভুল অনেকসময় অনিচ্ছাকৃত হলেও ব্যানার ঝোলানোর আগে তা পরীক্ষা করে নেওয়া উচিত বলে মনে করেন বিভিন্ন সংগঠনের নেতারা। এ বিষয়ে ছড়াকার এবং শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতারের ছোট ভাই ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মীর মো,আশরাফ হোসেন বলেন, ভাষার প্রতি অবজ্ঞাই প্রমান করে। যে ভাষা’র জন্য সংগ্রাম করা হয়েছে জীবন দেওয়া হয়েছে সেই ভাষার প্রতি অবজ্ঞা কোন ভাবেই মেনে নেয়া যায়না। ‘যারা এসব কাজ করেন তাদের মনোযোগের অভাব এবং অসাবধানতায় এ ভুলগুলো হয়। তবে এটা রীতিমত অন্যায়। আমার মতে ভাষার প্রতি এটা স্পষ্ট অবমাননা। এটা যদি অসাবধানতা হয়ে থাকে তবে ব্যানার টানানোর আগে দেখা উচিৎ ছিল। সংশোধন করা যেত বলে মনে করি। ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসলাম হোসাইন বলেন, ‘ব্যানারে যখন এরকম ভুল থাকে, কিংবা এরকম ভুল বানানে লেখা ব্যানারের নিচে যখন সর্বোচ্চ শিক্ষিত লোকজন নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকেন, তখন বোঝা যায় দোষটা শিক্ষার নয় ,সচেতনার অভাবই দায়ী।’ ধনবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার এর কাছে জানতে চাইলে তিনি বলেন এটা আমার ভুল হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com