মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

গর্বিত হলেও অতি উৎসাহী নন সোহান

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

জিম্বাবুয়ে সফরে বিশ ওভারের ফরম্যাটের নতুন অধিনায়ক হয়েছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নেতৃত্ব দিয়ে আসা সোহানের কাঁধে এবার বাংলাদেশ দলের দায়িত্ব।
অধিনায়কত্ব পেয়ে রোববার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সোহান। সেখানে তিনি জানালেন, জাতীয় দলের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত নন, বরং দলের এবং নিজের সেরাটা দেয়ার অপেক্ষায় সোহান। অধিনায়কত্ব নিয়ে সোহান বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই গর্বের ব্যাপার। বাট আমার কাছে মনে হয়, সামনে যে চ্যালেঞ্জটা আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। তো আসলে, অতি উৎসাহী হবার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে, দল এবং নিজের সেরাটা দেয়াই মূল লক্ষ্য।’
সোহান আরো বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমি যখন অধিনায়কত্ব করেছি, সবসময় একটা চিন্তাই থাকে- দল হিসেবে যেন খেলতে পারি। জিম্বাবুয়েতেও যেন দল হিসেবে খেলতে পারি। দলের পরিবেশও আমার কাছে গুরুত্বপূর্ণ। সবাই তো পারফর্ম করবে না। দলের সদস্যরা যেন একজনের সাফল্য অন্যরা উপভোগ করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলা গুরুত্বপূর্ণ।’ এর আগে সোহানকে অধিনায়কত্ব এনে দেয়া খালেদ মাহমুদ সুজনও বলছেন, ‘অধিনায়ক সোহান মানেই নতুন দিনের সূচনা নয়, বরং যাচাই-বাছাইয়ের অংশ হিসেবেই সোহানের অধিনায়কত্ব পাওয়া।’ আশারাখি এই যাচাই-বাছাই আমাদের জন্য শুভ কিছু নিয়ে আসবে। অজি অধিনায়ক টিম পেইন যেমনটা নিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়ার জন্য। সুতরাং, আশা রাখি, বিশ্বাস করি…




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com