শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যালে পুরস্কৃত ‘সিটি অব লাইট’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ জুলাই, ২০২২

ফ্রান্সের কান শহরে আয়োজিত আইএমডিবি কোয়ালিফাইং ‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ -এ ‘বেস্ট ইন্ডিপেনডেন্ট ফিল্ম’ অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের সিনেমা ‘সিটি অব লাইট’। ২৫ জুলাই ‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যাল’র অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাওয়ার্ড উইনারদের নাম প্রকাশ করা হয়। সেখানে ‘সিটি অব লাইট’র নাম রয়েছে। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহাদাত রাসএল। অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে নির্মাতা শাহাদাত রাসএল বলেন, ‘বাংলাদেশের প্রান্তিক নারীর স্বপ্নে দেখা অদেখা শহরের মাঝে স্বপ্ন ও বাস্তবতার সংঘাতকে কেন্দ্র করে এই ছবির গল্প। প্রতিটি অর্জনই আনন্দের সেটা যতো ছোটই হোক। আইএমডিবি কোয়ালিফাইং কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যাল নতুন হলেও তারা ভালো করছে। বেশ আলোচিত হচ্ছে। আমি ও আমার পুরো টিম সম্মানিতবোধ করছি এই উৎসবে সম্মাননা প্রাপ্তিতে। শিগগিরই ঢাকাতে ফিল্মটির প্রিমিয়ার করা হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অনেকেই এই ফ্যাস্টিভ্যালকে ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ -এর সঙ্গে গুলিয়ে ফেলেন যেটা বিভ্রান্তিকর। কান ফিল্ম ফ্যাস্টিভ্যালের সাথে এই ফ্যাস্টিভ্যালের কোনো সম্পর্ক নেই।’ ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির প্রযোজক হিসেবে রয়েছেন অর্ণব দাস ও জুনায়েদ আহমেদ। ‘সিটি অব লাইট’ ছবিতে অভিনয় করেছেন হাসনাত রিপন, মানিসা অর্চি, নাফিস আহমেদ, ফাতেমা তুজ জোহরা ইভা, আশরাফ টুলু ও অন্যান্য শিল্পীরা। শারমিন জাহান অর্পির শিল্প নির্দেশনায় ‘সিটি অব লাইট’ ছবিতে ‘তোমার শহর’ শিরোনামের গানের সুর ও কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী। পাশাপশি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে মার্সেল ও নির্ঝর চৌধুরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com