বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত কৃষি মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, সহকারী কমিশনার (ভুমি) তৌহিদুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ওসি মোঃ শাহিনুজ্জামান খানসহ ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীবৃন্দ। মেলার বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন সাংসদ জুয়েল আরেং।