বান্দরবানের লামা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাত ৮ ঘটিকায় জেলা পরিষদ গেষ্ট হাউজে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। লামা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইকেল আইচ এর সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ সোহেল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতেমা পারুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রসান্ত ভট্রাচার্য, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব আলী ও মংচিং প্রু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহিন প্রমুখ।