গাজীপুরের শ্রীপুরে ২৪১ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বুহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর থানার (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম প্রমুখ।