গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর যুব সংঘের আয়োজনে ও বিশিষ্ট টিভি নাট্যকার আকাশ রঞ্জনের পৃষ্ঠপোষকতায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিবার বিকেলে রাজাপুর দূর্গা মন্দির চত্ত্বর থেকে একটি মাদক বিরোধী র্যালি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দূর্গা মন্দির চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। রাজাপুর গ্রামের সমাজসেবক মনিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ^াস, নাট্যকার আকাশ রঞ্জন বক্তব্য রাখেন। বিশিষ্ট টিভি নাট্যকার আকাশ রঞ্জন বলেন, বর্তমান সমাজে মাদক সেবনকারীর সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে না পারলে আমাদের দেশকে উন্নত দেশে রুপান্তর করা কোন ভাবেই সম্ভব নয়। তাই মাদক প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।