রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

মেলান্দহে নদী ও জীববৈচিত্র্য সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা

ফজলুল করিম মেলান্দহ (জামালপুর) :
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

জামালপুরের মেলান্দহে নদী ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা ২৯ জুলাই সন্ধ্যা ৭টায় টুপকারচর বাজার মাঠে অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান-প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরিচালক-নিরাপত্ত্বাবিশ্লেষক এবং নদী গবেষক কাজী শরিফ উদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। রিভার ডিফেন্ডার্স ক্লাব, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও বঙ্গমাতা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি যৌথভাবে এর আয়োজন করে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মৎস্য বিভাগের শিক্ষক, আন্তর্জাতিক গবেষক, নদী বিশেষজ্ঞ ড. মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ সৈয়দ হারুন অর রশিদ, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শহীদ সমর থিয়েটারের সভাপতি-ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি-খবরপত্রের প্রতিনিধি ও নদী গবেষক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক-খোলাকাগজের প্রতিনিধি মুত্তাছিমবিল্লাহ, বঙ্গমাতা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি-দৈনিক অধিকারের প্রতিনিধি ও গবেষক শিক্ষার্থী আলফাহাদ, এবং ফজলুল হক মেম্বার প্রমুখ। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেন-রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফরিদুল ইসলাম এবং রিভার ডিফেন্ডার্স ক্লাবের-গবেষক শিক্ষার্থী কাওসার আহমেদ সুকর্ণ। সভায় নদীকে জাতীয় সম্পদে পরিণত করতে অপরিকল্পিত নদী খনন, নদী দোষণ, নদী দখল, চায়না ও কারেন্ট জাল ব্যবহার বন্ধের উপর গুরুত্বারোপ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com