রবিবার, ০৫ মে ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

পটিয়ায় ইউনিয়ন ব্যাংকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের অনুদানের চেক প্রদান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংক লিঃ পটিয়া শাখার উদ্যোগে ৩টি শিক্ষা প্রতিষ্টানের ৬০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত ৩০ জুলাই (শনিবার) বিকেলে রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক লিঃ পটিয়া শাখার ব্যবস্থাপক মো. দিদারুল ইসলাম। পটিয়ার স্বনামধন্য ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয়, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক এটিএম তোহা, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিশুষ কান্তি পাল, শিক্ষক রাহুল তালুকদার, নুরুল হুদা আমিরী, এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক মৌলনা মাহবুবুর রহমান, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, ব্যাংকের অফিসারদের মধ্যে আনোয়ার ইসলাম, মোরশেদুল ইসলাম, কামরুল ইসলাম, মাসুদুল আলম, আলাওল মোরশেদুল আলম, আবদুল হান্নান, ইউসুফ প্রমুখ। এ সময় ব্যাংকের ব্যবস্হাপক দিদারুল ইসলাম বলেন, ইউনিয়ন ব্যাংকে যুক্ত হলো আরোও ৬ টি আধুনিক সেবা তার মধ্যে মুদারাবা ফেমিনা ডিপোজিট স্কিম (নিসা), মুূদারাবা সিনিয়র সিটিজেন ডিপোজিট স্কিম (এহসান), মুদারাবা ওয়ালিদা মাসিক মুনাফা প্রকল্প( মা),মুদারাবা লাইফস্টাইল ডিপোজিট স্কিম ( সহজ), ওয়েকাম চেক বুক এবং ভিসা কার্ড। সবাই কে এ সুযোগ গ্রহণ করার জন্য তিনি সকলকে আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com