বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী মো: ফারহান খার ছবি আকা দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালিন ১লক্ষ টাকার চেক প্রদান করেছেন। জানাগেছে, বাংলা নববর্ষ ১৪২৯ এবং পবিত্র ঈদুল ফিতর ২০২২ –এর শুভেচ্ছা কার্ডে ব্যবহত প্রতিবন্দী স্কুলের শিক্ষার্থী মো: ফারহান খার ছবি আকা দেখে সন্মানী হিসাবে এক লক্ষ টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির (অংশ-২৪৩-১২৮৮) স্বাক্ষরিত এক পত্রে এতথ্য জানাগেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এর পত্র পেয়ে গতকাল রবিবার বাগেরহাট বুদ্বি প্রতিবন্দী স্কুলের শিক্ষার্থী মো: ফারহান খার হাতে এই চিঠি তুলে দেন।এসময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা,সাবেক প্রধান শিক্ষিকা মিসেস বেবী মোরশেদা খানম, প্রচার সম্পাদক সাংবাদিক মোল্লা আব্দুর রব, প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাল, শিক্ষিকা পারভীন আক্তার, মনজিদা খানম, শারমিনা আশরাফী, দ্বিপানিতা পাল, নবনিতা রায়সহ শিক্ষাথী, সুধিজন ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।