গুঞ্জন আগেই ছিল। তবে এবার তা অনেকটাই নিশ্চিত। আবু ধাবি টি-টেন লিগে খেলবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, অধিনায়কত্বও আসতে পারে সাকিবের কাঁধে। আজ দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা ফ্র্যাঞ্জাইজির। শুধু সাকিব নয়, বিশ্বের সব নামি-দামি ক্রিকেটার দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্জাইজিটি। পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমিরের সাথে আছেন কিউই হার্ড হিটার ব্যাটার কলিন মুনরো ও ক্যারাবীয় হার্ডহিটার ব্যাটার এভিন লুইস। আছেন লঙ্কান তরুণ মাথিশা পাথিরানা। দলটির কোচিং প্যানেলেও আধিপত্য বাংলাদেশের। টিম মেন্টর হিসেবে আছেন সাকিবের প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় আফতাব আহমেদ। আর সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের কোচ, পাগলা ভাই খ্যাত রিচার্ড স্টনিয়ার।
বাংলাদেশী মালিকানাধীন এই ফ্র্যাঞ্জাইজিতে আগের আসরগুলোতে সাকিবের আগেও অনেক বাংলাদেশী ক্রিকেটার খেলে গিয়েছেন। খেলেছেন ফাফ ডু প্লেসিস, থিসারা পেরেরার মতো ক্রিকেটার। দলটির সেরা সাফল্য প্রথম আসরেই, সেবার রানার্স আপ হয়েছিল বাংলা টাইগার্স।